Type Here to Get Search Results !

মনীষা ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরে শিক্ষক নিয়োগ

 


Manisha International School Durgapur Teacher Recruitment 2021:

দুর্গাপুরের রাজবাঁধে  অবস্থিত মনীষা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ হবে পোস্ট গ্রাজুয়েট টিচার ট্রেন্ড গ্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার [Post Graduate Teacher (PGTs), Trained Graduate Teacher (TGTs) and Primary Teacher (PRTs)] পদে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

মনীষা ইন্টারন্যাশনাল  স্কুল টি হল  সিবিএসসি  (CBSE)  অধিভুক্ত (Affiliated)  একটি ইংরেজী মাধ্যমের স্কুল  এবং  এটি হলো  দুর্গাপুরের স্বনামধন্য রাহুল ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত একটি সম্মানিত ইনস্টিটিউট।

আরও পড়ুন : দিল্লী পাবলিক স্কুল কলকাতা এবং দুর্গাপুরে শিক্ষক এবং অন্যান্য পদে নিয়োগ

কেন্দ্রীয় বিদ্যালয় কৃষ্ণনগর নাদিয়াতে শিক্ষক নিয়োগ | 

কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক  নিয়োগ |

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বীরভূমে শিক্ষক নিয়োগ |

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Highlights -  Manisha International School Durgapur Teacher Recruitment 2021:

Organization Name  

Manisha International School Durgapur

Post Name   

TGTs, TGTs, PRTs

Vacancies    

various

Mode Of Application    

Online By Email & Walk In Interview

Last Date of Application

30/10/2021

Interview Date

To be notify by Email or Call

Official Website       

www.mis.rahul.ac.in

 

যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে :

Manisha International School Durgapur Teacher Recruitment 2021 Subject Details:

শিক্ষক নেওয়া হবে  একাউন্টেন্সি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি (M.sc) [Accountancy, Mathematics, Chemistry and Geography (M.sc)] বিষয়ে।

Eligibility: যোগ্যতা:

I). স্বীকৃত ইনস্টিটিউট /  ইউনিভার্সিটি থেকে  পোস্ট গ্রাজুয়েট  উত্তীর্ণ হতে হবে।

II). স্বীকৃত ইনস্টিটিউট /  ইউনিভার্সিটি থেকে   বিএড (B.Ed) উত্তীর্ণ হতে হবে।

III). সিবিএসই  অধিভুক্ত কোন ইস্কুলে  3 থেকে 5 বছরের শিক্ষকতা  করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স এবং বেতন  সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া নেই।


Application & Selection Process: আবেদন এবং প্রার্থী বাছাই পদ্ধতি:

অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।  ইচ্ছুক এবং যোগ্য  প্রার্থীরা  এই ইমেইল আইডিতে  mis@rahul.ac.in  বায়ো ডাটা (PDF Format) সেন্ড করবেন  30/10/2021 তারিখের মধ্যে।

প্রাথমিকভাবে  আবেদনপত্র (বায়ো ডাটা) দেখার পর  নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ঢাকা হবে ।  কবে কোথায় ইন্টারভিউ হবে  তা  যোগ্য প্রার্থীদেরকে ইমেইল অথবা ফোন  কলের মাধ্যমে জানানো হবে । 

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক  নিয়োগ |

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Official Website : Click Here

Official Notification:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.