Type Here to Get Search Results !

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে হলদিয়া সহ সারা দেশে 1968 জন নিয়োগ

 


IOCL Apprentice Recruitment 2021:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া সহ দেশের বিভিন্ন রিফাইনারিতে 1968 টি শূন্যপদ পূরণের জন্য 22/10/2021 তারিখে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে (IOCL Apprentice Recruitment 2021)। নিয়োগ হবে ট্রেড এপ্রেন্টিস এবং টেকনিসিয়ান এপ্রেন্টিস (Trade Apprentice & Technician Apprentice) পদে। ট্রেড এপ্রেন্টিস পদে ট্রেনিং দেওয়া হবে  Attendant Operator (Chemical Plant), Fitter, Boiler, Secretarial Assistant, Accountant, Data Entry Operator (Fresher), Data Entry Operator (Skill Certificate Holders) এই সব ট্রেডে। টেকনিসিয়ান এপ্রেন্টিস পদে ট্রেনিং দেওয়া হবে Chemical, Mechanical, Electrical, Instrumentation এই সব ট্রেডে। H.S, BA. B.Sc, B.Com, Diploma Engineer উত্তীর্ণ প্রাথীরা আবেদন করতে পারবেন। কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হয়েছে 22/10/2021 তারিখ থেকে। আবেদনের  শেষ দিন 12/11/2021 তারিখ। IOCL Apprentice Recruitment 2021 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Indian Oil Corporation Limited Apprentice Recruitment 2021 এর Advertisement Nos. হলো …….

Haldia- HR/RECTT/01/2021(APP); Guwahati- GR/P/APP/2021-22; Barauni- BR/HR/APPR/2021-22; Gujarat- JR/01/2021; Mathura- MR/HR/APP/2021; Panipat Refinery & Petrochemical Complex (PRPC)- PR/P/Apprentice/54 (2021-22); Digboi- DR/TA2021; Bongaigaon – BGR/Appr/2021/01; Paradip – PDR/HR/01/Apprentices-21

Indian Oil Corporation Limited Apprentice Recruitment 2021 notification PDF টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয় কৃষ্ণনগর নাদিয়াতে শিক্ষক নিয়োগ | 

কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক  নিয়োগ |

মনীষা ইন্টারন্যাশনাল স্কুল  দুর্গাপুরে শিক্ষক নিয়োগ

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বীরভূমে শিক্ষক নিয়োগ |

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

HIGHLIGHTS - Indian Oil Corporation Limited recruitment 2021:

Organization Name  

Indian Oil Corporation Limited

Vacancies    

1968

Job Type

Apprentice

Mode Of Application    

Online

Application Start

22/10/2021

Last date of Application

12/11/2021

Official Website       

www.iocl.com

 

Vacancy Details : শূন্যপদ :

IOCL Apprentice Recruitment 2021 Vacancy:                          

মোট 1968 টি শুন্য পদে নিয়োগ করা হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে শূন্যপদে সংরক্ষণ পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Refineries Names

Vacancy

Haldia

235

Guwahati

147

Barauni

196

Gujarat

338

Mathura

201

PRPC, Panipat

355

Digboi

177

Bongaigaon

181

Paradip

138

Total

1968

 

Eligibility: যোগ্যতা:

IOCL Apprentice Recruitment 2021 Eligibility:

Trade Apprentice:

Attendant Operator (Chemical Plant):

(Post Code 101)

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry বিষয়ে B.SC উত্তীর্ণ হতে হবে।

Fitter (Post Code 102):

সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক পাস সঙ্গে দুই বছরের ফিটার (Fitter) ট্রেডে ITI উত্তীর্ণ হতে হবে।

Boiler (Post Code 103):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry বিষয়ে B.SC উত্তীর্ণ হতে হবে।

Secretarial Assistant (Post Code 108):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে  যে কোনো শাখায় গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।

Accountant (Post Code 109):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে  কমার্স শাখায় গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।

Data Entry Operator (Fresher) (Post Code 110):

সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

Data Entry Operator (Skill Certificate Holders) (Post Code 110):

সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে `Domestic Data Entry Operator’ এ সার্টিফিকেট থাকতে হবে।

 

Technician Apprentice:

Chemical (Post Code 104):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে Chemical Engg. / Refinery & Petro-Chemical Engg. বিষয়ে তিন বছরের Diploma উত্তীর্ণ হতে হবে।

Mechanical (Post Code 105):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে Mechanical Engg. বিষয়ে তিন বছরের Diploma উত্তীর্ণ হতে হবে।

Electrical (Post Code 106):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকেElectrical Engg. বিষয়ে তিন বছরের Diploma উত্তীর্ণ হতে হবে।

Instrumentation (Post Code 107):

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে Instrumentation/ /Instrumentation & Electronics / Instrumentation & Control Engg. বিষয়ে তিন বছরের Diploma উত্তীর্ণ হতে হবে।

Age Limit: বয়সসীমা :

IOCL Apprentice Recruitment 2021 Age Limit:

31/10/2021 এর হিসাবে বয়স হতে হবে 18 থেকে  24 বছরের মধ্যে।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। বিস্তারিত জানতে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Stipend : স্টাইপেন্ড:

IOCL Apprentice Recruitment 2021 Salary:

Apprentices Act 1961 / 1973, Apprentices Rull 1992 (As Amended) এর হিসাবে প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।

Application Fee: আবেদন ফি:

Indian Oil Apprentice Recruitment 2021 Application Fee:

প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Indian Oil Corporation Apprentice Recruitment 2021 Selection Process:

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মোট 2 ঘন্টার মাল্টিপল চয়েস ধরণের প্রশ্ন থাকবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

বিভিন্ন পদ অনুসারে ট্রেনিংয়ের মেয়াদ 12 মাস থেকে 24 মাস। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Application Process: আবেদন পদ্ধতি:

IOCL Apprentice Recruitment 2021 How to Apply:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে (লিংক শেষে দেওয়া আছে) আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 22/10/2021 তারিখ থেকে। আবেদন করার শেষ দিন 12/11/2021 তারিখ।

অরোও বিশদে জানতে Indian Oil Corporation Limited Apprentice Recruitment 2021 নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Official Website: Click Here

Official Notification: Click Here

Online Application: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.