Type Here to Get Search Results !

ভারতে 'বিশ্বের বৃহত্তম' ই-স্কুটার কারখানার জন্য ওলা 2,400 কোটি টাকা বিনিয়োগ করবে

 


ওলা সোমবার জানিয়েছে, তারা তামিলনাড়ুতে  'বিশ্বের বৃহত্তম' -স্কুটার কারখানা  স্থাপনের জন্য ,৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছেতাদের লক্ষ তারা ভারত কে  -স্কুটার এর ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে চিহ্নিত করবে Ola এর জন্য  তামিলনাড়ু সরকারের সাথে একপ্রকার  আলোচনা করে memorandum sign করে নিয়েছে জানিয়েছে তারা জানিয়েছে যে সেই  -স্কুটার কারখানায়  ১০০০০ জনের কর্মসংস্থান হবে এটি বিশ্বের বৃহত্তম - স্কুটার উৎপাদন কেন্দ্র হতে চলেছে , যেখানে প্রাথমিকভাবে বার্ষিক  2 মিলিয়ন ইউনিট উৎপাদন হবে তারা জানিয়েছে যে এটি নিঃসন্দেহে Hero Electric and TVS Motor Company কে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে তারা এটাও জানিয়েছে যে এটি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  'আত্মনির্ভর' ভারত  তৈরি তে  গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তারা জানিয়েছে তাদের লক্ষ এই যে ২০২১ এর প্রথম দিকেই তারা ভারতের বাজারে -স্কুটার লঞ্চ করতে পারবে

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.