
১০০ জন apprenticeship ট্রেনি নিয়োগ করবে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় লিমিটেড। ট্রেনিং দেওয়া হবে ফিটার, ইলেক্ট্রিসিয়ান , ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক),টার্নার /মেশিনিস্ট ,ইনস্ট্রুমেন্ট মেকানিক , মেকানিকাল ডিজেল/মেকানিকাল MV , কার্পেন্টার ,প্লাম্বার, ডাটাএন্ট্রি অপারেটর এইসব ট্রেড এ। দরখাস্ত করতে হবে offline এ মানে স্পিড পোস্ট এর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করার কোনো উপায় নেই। দরখাস্ত করার শেষ তারিখ ২০-০১-২০২১।দরখাস্তের ফরম্যাট শেষে দেওয়া আছে। যেহেতু এটা offilne এ দরখাস্ত গ্রহণ করা হচ্ছে তাই পূরন করা দরখাস্ত ২০-০১-২০২১ তারিখের মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে. The General Manager, Tandur Cement Factory, Karankote Village,
Tandur Mandal, Vikarabad District, Telangana – 501158,
Apprentices Act- 1961, Section 3A(1) & (2)
and Section 3B (1) & (2) both of Chapter II
অনুসারে SC/ST, EWS & OBC
[NCL] দের নির্দিষ্ট কিছু পদ সংরক্ষিত আছে এবং Apprentices Act- 1961, Section 3.6.2 Chapter III অনুসারে Physically Handicapped দের ৩ % পদ সংরক্ষিত আছে।
শিক্ষাগত যোগ্যতা : General এবং OBC [NCL], EWS ক্যান্ডিডেটের জন্য ৫০% মার্কস সহ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় পাস সাথে ৬০% নম্বর সহ নির্দিষ্ট ট্রেড ITI (NCVT [National Council for Vocational Training]) পাস।
SC/ST ক্যান্ডিডেটের জন্য ৪৫ % মার্কস সহ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় পাস সাথে ৬০% নম্বর সহ নির্দিষ্ট ট্রেড ITI (NCVT [National Council for Vocational Training]) পাস।
বয়স : ২০-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
SC/ST, & OBC প্রার্থীদের জন্য সরকারী নির্দিষ্ট সর্বোচ্চ বয়সের ছাড় আছে।
কারা আবেদন করতে পারবেন না: ইতিমধ্যে যারা Apprentice Act, 1961 অনুসারে কোনো Govt./Public Sector/Private Industrial organization এ Apprenticeship training নিচ্ছেন বা নেওয়া হয়ে গেছে তার আবেদন করতে পারবেন না.
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থীদের বাছাই হবে মেধার ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই এ প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে।নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং চলাকালিন থাকার বেবস্তা নিজেকেই করতে হবে। ট্রেনিং চলাকালীন 11 of Apprenticeship Rules, 1992 অনুযায়ী নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন।
দরখাস্ত কিভাবে করবেন : দরখাস্তের ফরমেট শেষে দেওয়া আছে, প্রিন্ট করে নিজের হাতে পূরণ করবেন। পূরণ করা দরখাস্তের সাথে নিচে দেওয়া সার্টিফিকেট গুলির xerox কপি দেবেন self attested করা.
১. মাধ্যমিক এবং ITI এর marks sheet এবং পাস সার্টিফিকেট এর xerox কপি।
২. মাধ্যমিক এর এডমিট কার্ড এর xerox কপি (বয়সের প্রমান এর জন্য )
৩. Caste সার্টিফিকেট এর xerox কপি (SC/ST/OBC [NCL]/EWS দের জন্য )
৪. Physically handicapped দের জন্য মেডিকেল সার্টিফিকেট
৫. Aadhar Card & Pan Card (বাধ্যতামূলক )
৬. নিজের ঠিকানা লেখা 22 সেমি x 10 সেমি আকারের একটি খাম।
শুধু মাত্র SPEED POST এই দরখাস্ত গ্রহণ করা হবে। পূরন করা দরখাস্ত এর সাথে উপরিউক্ত সমস্ত xerox কপি ২০-০১-২০২১ তারিখের মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে. The General Manager, Tandur
Cement Factory, Karankote Village, Tandur Mandal, Vikarabad District, Telangana
– 501158
Apprentices Act, 1961 অনুসারে ট্রেনিং শেষে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির কোনো নিশ্চয়তা নেই।
ADVERTISEMENT NO. TCF/02/02/
APPRENTICESHIP/ADVT-11/2020
Official Notification এবং ফর্ম ডাউনলোড করতে লিংক এ ক্লিক করুন:
Post a Comment
0 Comments