IWAI Kolkata MTS & DEO Recruitment
2022: কেন্দ্রীয় সরকারের বন্দর শিপিং
এবং নৌপথ মন্ত্রণালয় (ministry of ports shipping and waterways) এর অধীনস্ত ইনল্যান্ড
ওয়াটারওয়েস অথারিটি অফ ইন্ডিয়া (Inland Waterways Authority of India)- র আর্থ গঙ্গা
প্রজেক্টে কলকাতা, ফারাক্কা এবং সাহিবগঞ্জ অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং
স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডাকযোগে। আবেদন শুরু হয়েছে 19/01/2022 তারিখ থেকে।
আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন 10/02/2022 তারিখ। IWAI Kolkata MTS & DEO
Recruitment 2022 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
Inland Waterways Authority of India Kolkata
Recruitment 2022 Advertisement No. IWAI/Kolkata/Admin/AG(PIU)/2022
ডাটা এন্ট্রি অপারেটর:
শূন্যপদ:
মোট
02 টি শূন্যপদ। এর মধ্যে একটি শূন্যপদ কলকাতার জন্য এবং একটি শূন্যপদ সাহিবগঞ্জ এর
জন্য।
শিক্ষাগত যোগ্যতা:
- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি উত্তীর্ন হতে হবে।
- কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেস সফটওয়ারে কাজ জানতে হবে এবং কম্পিউটারে টাইপিং এ ঘন্টায় 8000 কী প্রসেসে স্পিড থাকতে হবে।
- সংশ্লিষ্ট কাজে কোনো সংস্থায় অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজি এবং হিন্দিতে ভাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বয়স:
এই পদে
আবেদনের জন্য 10/02/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।
বেতন:
20,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন।
মাল্টি টাস্কিং স্টাফ:
শূন্যপদ:
মোট
02 টি শূন্যপদ। এর মধ্যে একটি শূন্যপদ ফারাক্কার জন্য এবং একটি শূন্যপদ সাহিবগঞ্জ এর
জন্য।
শিক্ষাগত যোগ্যতা:
- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।
- সংশ্লিষ্ট কাজে কোনো সংস্থায় অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়স:
এই পদে
আবেদনের জন্য 10/02/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।
বেতন:
18,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন।
আবেদন ফি :
আবেদন
করার জন্য প্রার্থীদের কোনোপ্রকার আবেদন মূল্য দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
এই নিয়োগের
প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতা, মেধা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার ভিত্তিতে।
সমস্ত পদ চুক্তির ভিত্তিতে দুই বছরের জন্য
নিয়োগ করা হবে। পরে চুক্তি বাড়ানো হতে পারে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফলাইনে ডাকযোগে অথবা সরাসরি আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন পত্র হিসাবে নিজের সম্পূর্ণ বায়োডাটা নিচের ঠিকানায় ডাকযোগে / সরাসরি পাঠাতে হবে। বায়োডাটায় যেসমস্ত তথ্য উল্লেখ করবেন (যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি) তার প্রমান স্বরূপ সেলফ এটাস্টেড ডকুমেন্ট জমা করতে হবে। ওপরের সমস্ত ডকুমেন্ট একটি খামে ভরে মুখবন্ধ করে দেবেন। খামটির ওপর যে পদের জন্য আবেদন করছেন সেটি লিখে দেবেন। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন 10/02/2022 তারিখ (Till 5 PM)।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
Director,
IWAI,
PIU Kolkata
P
78, Garden Reach Road, Kolkata, West Bengal 700043
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।