Type Here to Get Search Results !

দিল্লী পাবলিক স্কুল রামপুরহাটে শিক্ষক এবং অন্যান্য পদে নিয়োগ

 


Delhi Public School Rampurhat Recruitment 2022: দিল্লী পাবলিক স্কুল রামপুরহাটে (Delhi Public School Rampurhat, Birbhum) শিক্ষক এবং অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে PGTs, TGTs, PRTs, Pre-Primary Teacher, Art, Dance, Music, Language Teacher, Assistant Librarian, Science Lab Assistant, Computer Lab Assistant, Special Educator, Lab Assistant, Medical Assistant, Medical Officer/ Nurse, System Executive & Assistant in EDP, Parents’ Relationship Manager/Students’ Relation Executive, Admission counsellor, Games Coach, Yoga Coach, Hostel Wardens এই সমস্ত পদে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে, ডাকযোগেও আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 21/12/2021 তারিখ থেকে। বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থ্যাৎ আবেদনের শেষ দিন 27/12/2021 তারিখ। কোন বিষয়ে কি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো (Delhi Public School Rampurhat Recruitment 2022)।

01. Pre-Primary Teacher:

যোগ্যতা:

ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা এবং মন্টেসরি ট্রেনিং / টিটিসি সহ স্নাতক।

Graduate with Montessori Training / TTC along with minimum 2 years of experience.

বয়স: 30 বছর। Not more than 30 years.

02. Primary Teacher (PRTs):

যোগ্যতা:

ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা এবং B.Ed সহ স্নাতক।

Graduate & B.Ed with minimum 5 years of relevant experience.

বয়স: 35 বছর। Not more than 35 years.

 

03. POST GRADUATE TEACHER (PGTs):

শিক্ষক নেওয়া হবে English / Hindi / Bengali / Mathematics / Physics / Chemistry / Biology / Computer Science / Social Studies  এই সমস্ত বিষয়ে।

যোগ্যতা:

ন্যূনতম 10 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং B.Ed সহ পোস্ট গ্রাজুয়েট।

Post Graduate & B.Ed with minimum 10 years of relevant experience.

বয়স: 45 বছর। Not more than 45 years.

 

04. TRAINED GRADUATE TEACHER (TGTs):

শিক্ষক নেওয়া English / Hindi / Bengali / Mathematics / Physics / Chemistry / Biology / Computer  Science / Social Studies এই সমস্ত বিষয়ে।

যোগ্যতা:

ন্যূনতম 7 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং B.Ed সহ পোস্ট গ্রাজুয়েট।

Post Graduate & B.Ed with minimum 7 years of relevant experience.

বয়স: 40 বছর। Not more than 40 years.

 

05. Assistant Teacher:

শিক্ষক নেওয়া হবে Art / Dance ( Modern ) / Vocal Music ( Indian & Western), Instrumental Music ( Guitar, Piano, Violin, Tabla), Third Language – Sanskrit / German / French এই সমস্ত বিষয়ে।

 06. Assistant Librarian / Office Assistant / Science Lab Assistant:

যোগ্যতা:

ন্যূনতম 2 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক।

Graduate with Special training in the respective discipline from recognised institutes along with minimum 2 years of relevant experience.

 07. Special Educator:

যোগ্যতা:

Graduate with B.Ed (Special Education) / B.Ed(General) with one year diploma in special education / Any other equivalent qualification approved by RCI, Experienced will be given priority.

 08. Admission Counsellor:

যোগ্যতা:

গ্রাজুয়েট মহিলা প্রার্থীরা স্কুল এডমিশন প্রসেসে এবং পারেন্টসদের সাথে মিটিং, প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের কাউন্সেলিং এর কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

Graduate female candidates can apply if they have at least two years of experience in the school admission process and meeting with parents, answering questions and counseling them.

বয়স: 30 বছর।

 09. Games Coach:

Athletics / Chess / Badminton / Cricket / Table Tennis / Basketball / Football / Gymnastics / Fitness Trainer / Yoga / P.T. 

যোগ্যতা:

যাঁরা অন্তত রাজ্য স্তরে খেলেছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 35 বছরের বেশি নয়।

Those who have played at least at State level will be given preference. Age not more than 35 years.

 10. Hostel Wardens (Boys & Girls):

যোগ্যতা:

বোর্ডিং স্কুলে হোস্টেল ওয়ার্ডেনের কাজে ন্যূনতম পাঁচ বছের অভিজ্ঞতা।

Experienced Hostel Wardens with at least 5yrs of experience in top boarding schools.

 11. System Executive & Assistant in EDP:

Minimum 5yrs of experience in a reputed organization (Qualification – BCA/MCA)

 12. Parents’ Relationship Manager/Students’ Relation Executive:

Graduate with Convent Background and excellent communication skills.

 বেতন: 

নির্ধারিত স্কেল অনুযায়ী হবে। তবে যোগ্য প্রার্থীরা মোটা বেতন পাবেন।

 আবেদন ফী:

প্রার্থীদের  কোনো ফী দিতে হবে না। No Application Fee Required.

 

প্রার্থী নির্বাচন এবং আবেদন পদ্ধতি:

 দিল্লী পাবলিক স্কুল রামপুরহাটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে লিংক শেষে দেওয়া আছে। ইমেইলের মাধ্যমে এবং ডাকযোগেও আবেদন করতে পারবেন। নিজের ছবি সহ বায়োডাটা সেন্ড করতে হবে। আবেদন শুরু হয়েছে 21/12/2021 তারিখ থেকে। বিজ্ঞপ্তি প্রকাশের 07 দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থ্যাৎ আবেদনের শেষ দিন 27/12/2021 তারিখ।

E-Mail ID:  career@dpsrampurhat.org

 

SELECTION PROCESS:

DPS Rampurhat Recruitment 2022 - প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এর মাধ্যমে।

The selection procedure will involve written test, interview and demonstration classes.

আবেদন পত্র দেখে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এর জন্য ডাকা হবে। E-mail / phone call / SMS এর মাধ্যমে জানানো হবে।.


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন 

👉রেজিস্ট্রেশন লিংক 



সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.