Type Here to Get Search Results !

TCS Smart Hiring 2021 (Fresher’s Candidate)

 


TCS Smart Hiring 2021:

টাটা কন্সালটেন্সি সার্ভিস (টি সি এস) [Tata Consultancy Services (TCS)] স্মার্ট হায়ারিং এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে (TCS Smart Hiring 2021 Registration Start)। TCS Smart Hiring 2021 এ  শুধুমাত্র BCA, B.Sc (Math, Statistics, Physics, Chemistry, Electronics, Biochemistry, Computer Science, IT), B. Voc in CS / IT এই সমস্ত বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। 2020, 2021, and 2022 সালে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এই TCS Smart Hiring 2021 এর আবেদন অনলাইনে করতে হবে Tata Consultancy Services এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ দিন 02/11/2021 । তাই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে পারেন। যে সমস্ত প্রার্থী IT Jobs  করতে ইচ্ছুক  তারা TCS Smart Hiring 2021 এ আবেদন করতে পারেন। TCS Smart Hiring 2021 নিয়োগের বিস্তারিত নিচে আলোচনা করা হল।

TCS Smart Hiring 2021 official notification টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

TCS Smart Hiring is exclusively for BCA, B. Sc (Math, Statistics, Physics, Chemistry, Electronics, Biochemistry, Computer Science, IT), B. Voc in CS / IT from the year of passing 2020, 2021 & 2022

Students who perform exceptionally during our TCS Smart Hiring selection process will get an opportunity to join TCS Ignite – TCS’ unique ‘Science to Software’ program. This program trains you on trending technologies and will open the doorway to a wholistic and global IT career for you

Highlights -  TCS Off Campus Drive 2021:

Organization Name

Tata Consultancy Services (TCS)

Job Type

Private jobs

Job Profile    

IT

Vacancies      

Various

Online Application Starts    

Already Start

Last Date of Application             

02/11/2021

Mode Of Application         

Online

Test Date

19th  November, 2021 Onwards

Interview Date

To be announced post test results.

Job Location

Across India

Official Website      

https://www.tcs.com/

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে TCS Job Vacancy 2021 আবেদন করার আগে, পরীক্ষার প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বাছাই প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, গুরুত্বপূর্ণ তারিখ ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন এবং TCS Smart Hiring 2021 online application form টি সঠিক ভাবে fill up করুন।

TCS Smart Hiring 2021– Eligibility Criteria:

1. Courses and Discipline: BCA, B. Sc (Math, Statistics, Physics, Chemistry, Electronics, Biochemistry, Computer Science, IT), B. Voc in CS / IT এই সমস্ত বিষয়ে পূর্ণ-সময়ের স্নাতকরা আবেদনের যোগ্য। NIOS-এর (Std. X এবং Std. XII) ছাত্ররাও পূর্ণ-সময়ের স্নাতক উত্তীর্ণ হলে পরীক্ষায় অংশ হতে পারবেন।

2. Percentage: X/XII/ এবং উপরে উল্লিখিত স্নাতক স্ট্রীমগুলিতে সমস্ত একাডেমিক জুড়ে ছাত্রদের 5 বা 50% এর CGPA থাকতে হবে।

3. Backlogs/Arrears/ATKT for YoP 2022: শুধুমাত্র 2022 সালের পাশ করা ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে 1 টি সক্রিয় ব্যাকলগ গ্রহণ করা হবে। এই ব্যাকলগটি টিসিএস স্মার্ট নিয়োগের যোগ্য হওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে কিলিয়ার্ড (cleared) করতে হবে। 2021 এবং 2020 সালে উত্তীর্ণ ছাত্রদের কোন ব্যাকলগ না থাকলে তবেই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।

4. Gap/Break in education:  শিক্ষার্থীদের যদি কোনো Education gaps থাকে তাহলে সেটি উল্লেখ করা বাধ্যতামূলক। ওভারঅল academic gap 2 বছরের বেশি হওয়া হওয়া চলবে না।

5. Extended education: Students should not have any extended education in their highest qualification.

TCS Smart Hiring 2021– Application Fee:

কোনো আবেদন ফী লাগবে না। No application Fee Required.

TCS Smart Hiring 2021– Selection Process:

Selection will done by Written Test & Interview.

Test provider: TCS iON (NQT) is the test provider for TCS Smart Hiring process.

Test pattern for Smart Hiring 2021:

Segment

No. of Questions

Time ( in minutes)

 

 

 

Verbal Ability

24

30

 

 

 

Reasoning Ability

30

50

 

 

 

Numerical Ability

26

40

 

 

 

Total

80 Questions

120 Minutes

 

Application Process for TCS Smart Hiring 2021:

Step 1. Logon to the TCS Next Step Portal.

Step 2. Register and apply for the TCS Smart Hiring process.

 

Scenario A. If you are a registered user, kindly login and proceed to complete the application form. Upon submission, kindly click on ‘Apply For Drive’.

 

Scenario B. If you are a new user, kindly click on ‘Register Now’, choose category as ‘IT’ and proceed to fill your details. Submit your application form and click on ‘Apply For Drive’.

 

Step 3. Select your mode of test (In-Centre or Remote) and click on "Apply".

 

Step 4. To confirm your status, check ‘Track Your Application’. The status should reflect as ‘Applied for Drive’.


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Official Website: Click Here

Official Notification: Click Here

Online Application: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.