Type Here to Get Search Results !

গ্রাম উন্নয়ন বিভাগের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ

 


জেলা গ্রাম উন্নয়ন বিভাগের [District Rural Development Cell (DRDC)] অন্তর্গত আনন্দধারা [National Rural Economic Transformation Project (NRETP)] প্রকল্পে  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা-১ ও ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে (Job in paschim medinipur)। পদের নাম বিজনেস ডেভলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার [Business Development Support Provider ( BDSP)]। আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অফিসে। আবেদন শুরু  হয়েছে 06/09/2021  তারিখ থেকে, আবেদনের শেষ দিন  17/09/2021 তারিখ। বিস্তারিত নিচে আলোচনা করা হলো। Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021.

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 এর Advertisement Memo No: 1210/DMMU date-03/09/2021

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 notification PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

 আরও পড়ুন :  কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমানে  শিক্ষক নিয়োগ

কেন্দ্রীয় বিদ্যালয়  আসানসোলে শিক্ষক নিয়োগ

মনীষা ইন্টারন্যাশনাল স্কুল  দুর্গাপুরে শিক্ষক নিয়োগ

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু:- 06/09/2021 

আবেদনের শেষ দিন:- 17/09/2021

Vacancy Details : শূন্যপদ :

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 Vacancy:

গড়বেতা-১ ও ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে শূন্যপদ রয়েছে।

Eligibility: যোগ্যতা:

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 Eligibility:

1. যে কোন শাখায় স্নাতক উত্তীর্ণ মহিলারাই কেবল মাত্র আবেদন করতে পারবেন [বাণিজ্য (Commerce) শাখায় ম্নাতক হলে অগ্রাধিকার পাবেন]। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

2. আবেদনকারীকে অবশ্যই বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। আঞ্চলিক ভাষায় দক্ষ ও পারদর্শী হতে হবে।

3. আবেদনকারী মহিলা স্ব-সহায়ক দলের সদস্যা হলে অগ্রাধিকার পাবেন।

4. আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবেন তাঁকে সেই গ্রাম পঞ্চায়েতে অন্তত দুই

বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

5. আবেদনকারীকে অবশ্যই Smart Phone এবং Computer এর ব্যবহার জানতে হবে।

6. আবেদনকারী SHG এর সদস্যা হলে, আবেদনকারী যে SHG এর সদস্যা সেই SHG এর কমপক্ষে

3 বার Bank linkage থাকতে হবে।

7. আবেদনকারীকে প্রতি মাসে নুন্যতম 15 দিন তাঁর নিজের গ্রামের বাইরে কাজ করার জন্য প্রস্তুত

থাকতে হবে।

Age Limit : বয়সসীমা :

কেবলমাত্র 18 থেকে 45 বছর বয়সী (যাঁদের জন্ম তারিখ 01/09/2021 এর আগে এবং

01/09/1976 এর পরে) মহিলারাই আবেদনের জন্য যোগ্য।

Salary : বেতন :

প্রতিদিন ৩০০ টাকা করে সর্বাধিক মাসে 15 দিন। উপযুক্ত যাতায়াত খরচ দেওয়া হবে।

Application Fee: আবেদন ফি:

প্রার্থীদের কোনো আবেদন ফী লাগবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 Selection Process:

প্রার্থী নির্বাচনের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে তিনটি ধাপে-  (I). লিখিত পরীক্ষা (II). কম্পিউটার টেস্ট এবং (III). মৌখিক পরীক্ষা। প্রশ্ন হবে মাধ্যমিক মানের (MCQ)।

(I). লিখিত পরীক্ষা:

লিখিত পরীক্ষাটি মোট 60 নম্বরের হবে।প্রশ্ন আসবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক কম্পিউটার নলেজ, রিজিনিং, নলেজ  অফ ডিস্ট্রিক্ট এই সমস্ত বিষয়ে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট।

(II). কম্পিউটার টেস্ট:

কম্পিউটার  দক্ষতা যাচাইয়ের  মোট 20 নম্বরের পরীক্ষা হবে MS- Office (Word, Excel, Powerpoint)  এই সমস্ত বিষয়ে সময় থাকবে  30 মিনিট।

(III). মৌখিক পরীক্ষা:

মোট 20 নম্বরের পরীক্ষা হবে।

Application Process: আবেদন পদ্ধতি:

Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021  Application Process:

আবেদনকারীকে যেকোনো কাজের দিন  সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অফিসে এসে আবেদনপত্র ও যোগ্যতার স্ব-গ্রত্যায়িত নকলসহ জমা করতে হবে। আবেদন শুরু  হয়েছে 06/09/2021  তারিখ থেকে, আবেদনের শেষ দিন  17/09/2021 তারিখ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Office Of The Project Director, District Rural Development Cell, Paschim Medinipur Zilla Parishad Complex, Midnapur – 721101

উপরোক্ত পদ ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন পাওয়ার জন্য এই ওয়েবসাইটে দুটিতে নজর রাখুন- https://www.paschimmedinipur.gov.in  এবং http://anandadharamidw.in/

অরোও বিশদে জানতে Paschim Medinipur Zilla Parishad Recruitment 2021 নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

Official Website : Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.