Type Here to Get Search Results !

মাধ্যমিক থেকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যোগ্যতাই West Bengal Pollution Control Board এ নিয়োগ

 


Advertisement No : 01/WBPCB/2020

West Bengal Pollution Control Board এই সমস্ত  Assistant Environmental Engineer, Junior Environmental Engineer, Environmental Analyst, Sr. Accounts Clerk, Accounts Clerk, Laboratory Assistant and Junior Environmental Assistant  বিভিন্ন পদে ৪৮ জন প্রাথী নিয়োগ করবেঅনলাইন  আবেদন শুরু হয়ে গেছেশিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার  শেষ তারিখ ৩১-১২-২০২০ বিস্তারিত নিচে দেওয়া হলো

 IMPORTANT EVENTS AND DATES:

 Start Date of Online Registration:             10th December 2020 - 11:00 AM

 End Date of Online Registration:               31st December 2020 - 06:00 PM

 Last Date of payment of Application Fee: 31st December 2020 - 06:00 PM

 Vacancy Details :

  একাউন্ট ক্লার্ক:

ভ্যাকেন্সি :টি  (SC-1 UR-1 UR (EC)- 1)

কোয়ালিফিকেশন : পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা এর সমতুল্য  মধ্যমমিক পরীক্ষায় পাস কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs.22700 — Rs.58500

 

সিনিওর একাউন্ট ক্লার্ক:

ভ্যাকেন্সি : 5 টি  (OBC-A(EC)-1, OBC(B)-1, UR-1, UR(EC)-1,UR (Person with disabilities Low vision/Blindness)-1)

কোয়ালিফিকেশন : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সাথে অ্যাকাউন্টস কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs. 28900 — Rs.74500

 

.ল্যাবরেটরি এসিস্টেন্ট :

ভ্যাকেন্সি :টি . (SC (Ex-serviceman)-1, ST- 1, OBC-A(E.C.)-1, OBC(B)- 1, UR(E.C.)-1, UR (Persons with disabilities-Low vision/Blindness)-1, UR-1)

কোয়ালিফিকেশন: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক  এর সমতুল্য পরীক্ষায় পাস সাথে সরকারি স্বীকৃত  যেকোনো এনভায়রনমেন্টাল ল্যাবরেটরি তে  বছরের কাজের অভিজ্ঞতা

বয়স১৮-৩৭

বেতন : Rs.22700 — Rs.58500

 

জুনিয়র এনভায়রনমেন্টাল এসিস্টেন্ট :

ভ্যাকেন্সি : 13 Nos. (UR-2, UR(E.C.)-1, UR(ExServiceman)-1, ST-1, SC- 4, SC (E.C.)-1, SC (Exserviceman)-1, OBC(B)-1, OBC-B(E.C.)-1)

কোয়ালিফিকেশন: পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা এর সমতুল্য মধ্যমমিক পরীক্ষায় পাসকম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs.22700 — Rs.58500

 

এনভায়রনমেন্টাল এনালিস্ট :

ভ্যাকেন্সি : 3 Nos. (SC-1 ST-1 UR-1)

কোয়ালিফিকেশন : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান / ভূতত্ত্ব / জীববিজ্ঞান / প্রাণীবিদ্যা / উদ্ভিদ বিজ্ঞান / রসায়ন  মাইক্রোবায়োলজি / পদার্থবিজ্ঞান / জৈব রসায়ন / বায়োটেকনোলজি যেকোনো একটিতে   স্নাতক ডিগ্রিকম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক সাথে কোনো সরকারি অনুমোদিত এনভায়রনমেন্টাল ল্যাবরেটরি তে  বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs.32100 — Rs.82900

 

জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার :

ভ্যাকেন্সি : টি . 12 Nos. (SC-1, SC (E.C.)-1, ST-1, OBC(A)-1, OBC(B)-1, UR- 5, UR(E.C.)-2)

কোয়ালিফিকেশন : ইলেকট্রিকালবায়োটেকনোলজি / ক্যামিক্যাল / সিভিল / মেকানিকাল /এনভায়রনমেন্টালইন্সট্রুমেন্টেশন / অটোমোবাইল  পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেকোনো একটিতে ডিপ্লোমাকম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs.35800 — Rs.192100

 

এসিস্টেন্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার :

 ভ্যাকেন্সি : টি . (UR-1, ST-1, SC-1, OBC(A)- 1, OBC(B)-1)

কোয়ালিফিকেশন : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল / বায়োটেকনোলজি / কেমিক্যালসিভিল / মেকানিকাল /নভায়রনমেন্টালইন্সট্রুমেন্টেশন / অটোমোবাইল  পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক

বয়স১৮-৩৭

বেতন : Rs.56100 — Rs.144300

 Age Relaxation: সংরক্ষিত প্রাথীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন

প্রাথী নির্বাচন  কিভাবে হবে : অনলাইন (কম্পিউটার বেস টেস্ট ) পরীক্ষার মাধ্যমে বাছাই হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে  CBT  পরীক্ষা টি  অনুষ্ঠিত হবে ২৪ শে জানুয়ারী২০২১ তবেবিপুল সংখ্যক যোগ্য প্রার্থীরহলে পরীক্ষাটি বিভিন্ন স্লটে 2 শে জানুয়ারী  2021-এও  অনুষ্ঠিত হতে পারে

 পরীক্ষা কেন্দ্র  : কলকাতাশিলিগুড়িদুর্গাপুর এবং খড়গপুর

 

 NOTE : পরীক্ষার সঠিক সময় ,তারিখ এবং স্থান জানার জন্য  Bengal Pollution Control Board  এর অফিসিয়াল ওয়েবসাইট টি শেষে দেওয়া আছে দেখুন .

অ্যাপ্লিকেশনস ফি :  আবেদন ফি দিতে হবে ৩০০ / - টাকা ডেবিট / ক্রেডিট কার্ড বা  নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা দিতে পারবেন পশ্চিম বঙ্গের SC /ST এবং PWD ক্যাটেগরি প্রাথী দের কোনো ফি দিতে হবে না  আরও তথ্যের জন্য অফিসিয়াল  advertisement দেখুন

 কিভাবে আবেদন করবেন : আগ্রহী এবং যোগ্য  প্রার্থীরা  কেবলমাত্র West Bengal Pollution Control Board এর অফিসিয়াল  ওয়েবসাইট https://www.wbpcb.gov.in এর  মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেনসবার প্রথমে আপনাকে Register (New Candidate) অপশন  গিয়ে রেজিস্টার করে নিতে হবেতারপর সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে ফি জমা দেওয়ার পর system generated System Generated Registration / Acknowledgement Slip টি print করে নেবেন  কোনও প্রিন্ট-আউট / হার্ড কপি বা ডকুমেন্ট কোথাও পাঠাতে হবে না অনলাইনে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যের  জন্যদয়া করে অফিসিয়াল  advertisement  টি দেখুন

 Important Dates: অনলাইন আবেদনের শুরু করার তারিখ  : 10/12/2020

                                 অনলাইন আবেদনের শেষ  তারিখ           : 31/12/2020

 

 

Official website of West Bengal Pollution Control Board (WBPCB) — https://www.wbpcb.gov.in

 

অফিসিয়াল  advertisement  টি দেখতে এখানে Click করুন

 

অনলাইন আবেদনের জন্য এখানে Click করুন

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.