Kendriya Vidyalaya Cossipore Dumdum
Recruitment 2022: কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুর
দমদম, কলকাতায় শিক্ষক এবং অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ
হবে PGTs, TGTs, PRTs, Computer Instructor, Games Coach, Art & Craft, Dance,
Doctor, Nurse, Special Educator and
Counsellor পদে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সমস্ত পদ চুক্তির ভিত্তিতে
নিয়োগ করা হবে। কোন বিষয়ে কি শূন্যপদ রয়েছে, ইন্টারভিউ কবে হবে, বিস্তারিত নিচে আলোচনা
করা হলো।
Kendriya Vidyalaya Cossipore Kolkata
Recruitment 2022 official notification PDF
টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয় কাঁচরাপাড়ায় (নং -1 এবং নং -2) শিক্ষক নিয়োগ
যে
বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:
Subject
Details:
01.
Primary Teacher (PRTs):
যোগ্যতা:
(i). 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক
( 10 + 2) উর্ত্তীর্ণ এর সাথে দুই বছরের D.El/Ed অথবা চার বছরের B.El.Ed অথবা দুই বছরের B.Ed উত্তীর্ণ
হতে হবে।
(ii). CTET (Paper- I) কোয়ালিফায়েড
হতে হবে।
(iii). হিন্দি ও ইংরেজি মাধ্যমে
শিক্ষাদানের পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
02.
POST GRADUATE TEACHER (PGTs):
সমস্ত
বিষয়েই শিক্ষক নেওয়া হবে।
যোগ্যতা:
(i). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট
বিষয়ে এনইসিআরটি (NCERT) - র আঞ্চলিক শিক্ষা ইনস্টিটিউটের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট
কোর্স পাস ।
অথবা
(ii). 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার
ডিগ্রি পাস সাথে B. Ed. পাস।
হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের
পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
PGT
কম্পিউটার সাইন্স এর ক্ষেত্রে যোগ্যতা লাগবে....
I).
B.E or B. Tech. (Computer Science/IT) from a recognized University or
equivalent
Degree
or Diploma from an institution/ university recognized by the Govt. of India.
OR
B.E
or B. Tech. (any stream) and Post Graduate Diploma in Computers from recognized
University.
OR
M.Sc
(Computer Science)/ MCA or Equivalent from a recognized University.
OR
B.Sc
(Computer Science) / BCA or Equivalent and Post Graduate degree in subject from
a recognized University.
OR
Post
Graduate Diploma in Computer and Post Graduate degree in any subject from recognized University.
OR
‘B’
Level from DOEACC and Post Graduate degree in any subject.
OR
‘C’
Level from ‘DOEACC’ Ministry of
Information and Communication Technology and Graduation.
বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা জানতে
অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
03.
TRAINED GRADUATE TEACHER (TGTs):
সমস্ত
বিষয়েই শিক্ষক নেওয়া হবে।
যোগ্যতা:
(i). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে এনসিইআরটি
(NCERT) এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন এর চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ।
অথবা
(ii). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে
গ্রাডুয়েশন পাশ সাথে B. Ed. পাশ।
(iii). CTET (Paper - II) কোয়ালিফায়েড হতে হবে।
হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের
পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
TGT (Science) এর ক্ষেত্রে যোগ্যতা
লাগবে -- এই সমস্ত
বিষয়ে (Botany, Zoology and Chemistry) উপরিউক্ত যোগ্যতা থাকতে হবে।
বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
04.
কম্পিউটার ইন্সট্রাক্টর (COMPUTER INSTRUCTOR):
যোগ্যতা:
B.E./B.Tech (কম্পিউটার সায়েন্স)
/ বি.সি.এ. / এম.সি.এ. / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এম.এসসি (Electronic with
Computer Science component) / এম.এসসি (আইটি) / বি.এসসি (কম্পিউটার সায়েন্স)
অথবা
যে কোনও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়
/ ইনস্টিটিউট থেকে বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন
এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।
অথবা
যে কোনও বিষয়ে পোস্ট গ্রাজুয়েট
ডিপ্লোমা সাথে DOEACC থেকে ‘C’/’B’/’A’/’O’ level পাস।
অথবা
যে কোনও বিষয়ে পোস্ট গ্রাজুয়েট
ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাথে DOEACC থেকে ‘C’/’B’/’A’/’O’ level পাস।
05.
গেমস কোচ (GAMES
COACH):
যোগ্যতা:
B.P.Ed / M.P.Ed অথবা Degree / Diploma in Physical Education থাকতে হবে
অথবা SAI কোচ, NIS সার্টিফিকেট অথবা জাতীয়/রাজ্য
পর্যায়ে খেলায় ট্র্যাক রেকর্ড সহ অংশগ্রহণ করতে হবে।
06.
কাউন্সেলর (COUNSELOR):
BA / BSc (Psychology) সাথে কাউন্সেলিং এ
সার্টিফিকেট / ডিপ্লোমা। কোনো স্কুলে ক্যারিয়ার / এডুকেশনাল কাউন্সেলিং এ কমপক্ষে
এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অথবা
কোনো placement bureaus তে কাজের
অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
Rehabilitation council of India তে
vocational counsellor হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে।
হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের
পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
07.
নার্স (NURSE):
স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয়
থেকে Diploma in Nursing / B.Sc Nursing উত্তীর্ণ হতে হবে।
08. ডাক্তার (DOCTOR):
MBBS এবং Medical Council of India
রেজিস্ট্রেশন থাকতে হবে।
09. স্পেশাল এডুকেটর (Special Educator):
যেকোনো শাখায় স্নাতক এবং
সঙ্গে স্পেশাল এডুকেটর এ ডিগ্রি / ডিপ্লোমা থাকতে হবে।
10. ডান্স কোচ (DANCE COACH):
যোগ্যতা:
স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয়
থেকে ডান্সে ডিগ্রি / ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
11. আর্ট এন্ড ক্র্যাফট (Art and craft):
স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে
ফাইন আর্টসে ডিগ্রি / ডিপ্লোমা উত্তীর্ণ হতে
হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে 65 বছরের মধ্যে। অফিসিয়াল
নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে।
বেতন:
PGTs: 27,500/-, TGTs: 26,250/-
PRTs: 21,250/- Nurse @750/day, Sports Coaches 21,250/- Computer Instructor. (21,250
- 26250/-), Dance Teacher: 21,250/-, Counselor: 25,000/-
আবেদন মূল্য:
প্রার্থীদের কোনো ফী দিতে হবে না।
আবেদন এবং প্রার্থী নির্বাচন পদ্ধতি:
আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন
পত্রের ফরম্যাট অফিসিয়াল ওয়েবসাইটে https://cossipore.kvs.ac.in/ দেওয়া আছে (লিংক শেষে
দেওয়া আছে)।ডাউনলোড করে পূর্ণ করবেন। এরপর সমস্ত ডকুমেন্টের সেলফ এটাস্টেড কপি, ফটো
কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুর এর ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা করতে পারবেন। আবেদন
পত্র পৌঁছানোর শেষ দিন 25/02/2022 (till 2.10 PM)। শর্ট-লিস্টেড প্রার্থীদের
28/02/2022 তারিখ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সমস্ত
অরিজিনাল / জেরক্স ডকুমেন্টস / ফটো সমেত স্কুল ক্যাম্পাসে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview):
28/02/2022 (Monday)
REPORTING TIME:- 08:00 AM
KV Cossipore Recruitment 2022 Interview Venue:
KENDRIYA VIDYALAYA
COSSIPORE 4, DUM DUM ROAD, SEVEN TANKS ESTATE, COSSIPORE CLUB, KOLKATA –
700002
অফিসিয়াল নোটিফিকেশন / আবেদন পত্র
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
Post a Comment
0 Comments