Type Here to Get Search Results !

সাহিত্য একাডেমীতে মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র ক্লার্ক সহ বিভিন্ন স্থায়ী পদে নিয়োগ | বিস্তারিত দেখুন |

 


Sahitya Akademi Recruitment 2021:

যে সকল প্রার্থী কেন্দ্রীয় সরকারি চাকরি (Central Govt Job) খুঁজছেন তাদের জন্য খুশির খবর। সাহিত্য একাডেমী (Sahitya Akademi), বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত পদেই স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / ITI এবং গ্রাজুয়েট ডিগ্রি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র ক্লার্ক,  অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট এডিটর, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, প্রোগ্রাম অফিসার, ডেপুটি সেক্রেটারি জেনারেল, সেলস-কাম-এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে। মোট 17 টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে ডাকযোগে। আবেদন শুরু হয়েছে 02/10/2021 তারিখ থেকে। আবেদন করার শেষ দিন 01/11/2021 তারিখ। Sahitya Academy Recruitment 2021 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Sahitya Akademi Recruitment 2021 Advertisement No.- SA/50/06/2021

Sahitya Akademi Recruitment 2021 notification PDF টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

HIGHLIGHTS - Sahitya Akademi Recruitment 2021:

Organization Name  

Sahitya Akademi

Job Type   

Central Govt. Job

Vacancies    

17

Mode Of Application    

Offline / By Post

Application Start

02/10/2021

Last date of Receive Application

01/11/2021

Official Website       

www.sahityaakademi.gov.in

 

Vacancy Details : শূন্যপদ :

Sahitya Academy Recruitment 2021 Vacancy:                        

মোট 17 টি শুন্য পদে নিয়োগ করা হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে শূন্যপদে সংরক্ষণ পাবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Post Name

 Vacancy

Multitasking Staff

06 টি (UR- 04, OBC- 01, PWD- 01

Junior Clerk

03 টি (UR- 01, OBC- 02)

Assistant Librarian

01 টি (UR)

Assistant Editor

01 টি (UR)

Senior Accountant

02 টি (UR- 01, PWD- 01)

Program Officer

02 টি (UR)

Deputy Secretary General

01 টি (UR)

Sales-cum-Exhibition Assistant

01 টি (UR)

 

Eligibility: যোগ্যতা:

Sahitya Akademi Recruitment 2021 Eligibility:

মাল্টিটাস্কিং স্টাফ:

সরকারি সিকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা ITI সমতুল্য উত্তীর্ণ হতে হবে। সঙ্গে সাইকেল চালানোই দক্ষ এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

জুনিয়র ক্লার্ক:

সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সাথে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবং ইংরেজিতে শর্ট হ্যান্ডে দক্ষ হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান:

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে লাইব্রেরী সাইন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট কাজে যে কোন লাইব্রেরীতে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নিজের মাতৃভাষা ছাড়া ভারতের যেকোনো দুটি ভাষা জানতে হবে। কম্পিউটারে এবং লাইব্রেরির বিভিন্ন কাজে দক্ষ হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট এডিটর:

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে যেকোনো ল্যাঙ্গুয়েজ / লিটারেচার বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। হিন্দি এবং ইংরেজি ভাষা সহ আরো কয়েকটি ভারতীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কপি এডিটিং এর কাজে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদিকতায় ডিপ্লোমা থাকতে হবে।

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট:

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে কমার্স শাখায় গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। সাথে একাউন্টিং এর কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সরকারি রুল, রেগুলেশন এ জ্ঞান থাকতে হবে।

প্রোগ্রাম অফিসার:

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে যেকোনো ল্যাঙ্গুয়েজ / লিটারেচার  বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। সাথে সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাসিক এ জ্ঞান থাকতে হবে। হিন্দি, ইংরেজী এবং অন্যান্য ভাষায় জ্ঞান থাকতে হবে।

ডেপুটি সেক্রেটারি জেনারেল:

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকেযেকোনো ল্যাঙ্গুয়েজ / লিটারেচার  বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। সাথে সংশ্লিষ্ট কাজে বই (book) প্রোডাকশন/ পাবলিকেশন এবং প্রমোশন ক্ষেত্রে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সেলস-কাম-এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট:

 

সিকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। সাথে সংশ্লিষ্ট কাজে কোনো পাবলিশিং হাউস ওঠা ডিস্ট্রিবিউশন এজেন্সী তে  3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে বই বিক্রি এবং  প্রমোশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

Age Limit: বয়সসীমা :

Sahitya Akademi Recruitment 2021 Age Limit:

বয়স হতে হবে 01/11/2021 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। বিস্তারিত জানতে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Post Name

Age Limit

Multitasking Staff

30 বছর

Junior Clerk

30 বছর

Assistant Librarian

40 বছর

Assistant Editor

40 বছর

Senior Accountant

40 বছর

Program Officer

40 বছর

Deputy Secretary General

40 বছর

Sales-cum-Exhibition Assistant

50 বছর

 

Salary : বেতন:

Sahitya Academy Recruitment 2021 Salary:

Post Name

Salary

Multitasking Staff

18,000- 56,900/-

Junior Clerk

19,900- 63,200/-

Assistant Librarian

56,100- 1,77500/-

Assistant Editor

56,100- 1,77500/-

Senior Accountant

35,400-1,12,400/-

Program Officer

56,100- 1,77500/-

Deputy Secretary General

67,700- 2,08,700/-

Sales-cum-Exhibition Assistant

35,400-1,12,400/-

 

Application Fee: আবেদন ফি:

Sahitya Akademi Recruitment 2021 Application Fee:

প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Sahitya Akademi Recruitment 2021 Selection Process:

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Application Process: আবেদন পদ্ধতি:

Sahitya Akademi Recruitment 2021 How to Apply:

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডাকযোগে। আবেদন পত্রের ফরমেট Sahitya Akademi এর  অফিসিয়াল ওয়েবসাইট www.sahityaakademi.gov.in থেকে ডাউনলোড করতে হবে (লিংক শেষে দেওয়া আছে)। প্রিন্ট করে আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করবেন। পূরণ করা বেদন পত্রের সাথে সমস্ত ডকুমেন্টের (বয়সের প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র এবং মার্ক শিট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) এটাস্টেড কপি (Attested) জমা করবেন। আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে নিজের ফটো চেটাবেন। পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত এটাস্টেড করা ডকুমেন্ট একটি খামে ভোরে মুখবন্ধ করে দেবেন। খামের ওপর যে পদের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই লিখে দেবেন এই ভাবে  "Application for the post of ......................... (পদের নাম)

আবেদন শুরু হয়েছে 02/10/2021 তারিখ থেকে। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন 01/11/2021 তারিখ।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

To Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi-110001

অরোও বিশদে জানতে Sahitya Akademi Recruitment 2021  নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Click Here

Official Website: Click Here

Official Notification & Application Form:

Multitasking Staff: Click Here

Junior Clerk: Click Here

Assistant Librarian: Click Here

Assistant Editor: Click Here

Senior Accountant: Click Here

Program Officer: Click Here

Deputy Secretary General: Click Here

Sales-cum-Exhibition Assistant: Click Here



N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.